চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোস্তাক আহমদ (৩৫) নামে এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার কাপাসগোলা রোডের ফোর স্টার হোটেল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তাক আহমদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানার হরিনখাইয়া গ্রামের মোক্তার আহমদের ছেলে। অসুস্থতাজনিত কারণে চিকিৎসা নিতে মোস্তাক চট্টগ্রাম নগরীতে আসেন। গতকাল মঙ্গলবার রাতে মোস্তাক তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে ওঠেন। মোস্তাক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মোস্তাক আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশের পর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান মোস্তাককে।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, মোস্তাক আহমদ আত্মহত্যা করেছেন। কারণ হোটেল কক্ষটি ভেতর থেকে বন্ধ করা অবস্থায় ছিল।’
ফেরদৌস জাহান জানান, মোস্তাক আহমদ গতকাল মঙ্গলবার নগরীর সিএসসিআর হাসপাতালে ডাক্তার দেখানোর পর রাত পৌনে ১২টার দিকে তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে আসেন। এরপর হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। সকাল সাড়ে ৬টার দিকে মোস্তাক আহাম্মদ তাঁর স্ত্রীকে ঘুম থেকে তুলে নাশতা আনার জন্য বলেন। তার স্ত্রী জেসমিন আক্তার ৬টা ৪০ মিনিটের দিকে নাশতা নিয়ে রুমে গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ করা। এরপর তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোটেল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।