চট্টগ্রামে বোয়ালখালীতে সাবেক ইউপি সদস্য হারাধন চৌধুরী (৬৭) হত্যা মামলায় পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞার আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।
আইনজীবী শেখ ইফতেখার সাইমুল জানান, সাবেক ইউপি সদস্য হারাধন চৌধুরীর হত্যায় অভিযুক্ত বিপ্লব দত্ত, জুলুন চৌধুরী, সুজন দত্ত, রিশু সরকার ও রুবেল ওরফে ইকবাল হোসেন আদালতে উপস্থিত হয়ে জামিন চেয়েছিলেন। এ সময় আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য গত ১৭ আগস্ট নিজ বাড়ির সামনে থেকে হারাধনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। ওই ঘটনায় বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা হয়।