Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাল্যবিবাহের খবরে বাড়িতে ইউএনও: বর জেলে, কনে বাড়িতে

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বাল্যবিবাহের খবরে বাড়িতে ইউএনও: বর জেলে, কনে বাড়িতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাল্যবিবাহের দায়ে বর রাজিব রানাকে (৩০) দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আর কনে রয়েছে বাবার বাড়িতে। 
গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমিন।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব রানার সঙ্গে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে চূড়ান্ত করা হয়। গতকাল বিকেলে তাদের বিয়ে হওয়ার কথা। শতাধিক বরযাত্রী বিয়েতে আসে।

এদিকে বাল্যবিবাহের খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ইউএনও স ম আজহারুল ইসলামেরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই বিয়ে বাড়িতে পৌঁছে। এর আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বিরোধ আইনে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ তাকে থানা হাজতে নিয়ে যায়। কিশোরীকে রাখা হয় তাদের বাড়িতেই।

ইউএনও আজহারুল ইসলাম বলেন, ‘বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের বিয়ে হয়ে যায়। বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে আরও ৩৯ জন গ্রেপ্তার

গণপিটুনিতে দুই জামায়াত কর্মী নিহত: ৬ দিন পর আ.লীগ নেতা-কর্মীদের আসামি করে মামলা

ঈদের পোশাক কেনা হলো না শিশু আফরোজার, অটোচাপায় মৃত্যু

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে