চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের ৯ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ মানবিক কারণ দেখিয়ে প্রত্যাহার করেছে প্রশাসন। সংঘর্ষ, ভাঙচুর, মারামারি, সাংবাদিক হেনস্তাসহ বিভিন্ন ঘটনায় চলতি বছরের ৯ জানুয়ারি তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার আজ রোববার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নূরুল আজিম সিকদার বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সুপারিশ ও ডিসিপ্লিনারি কমিটির মতামতের ভিত্তিতে ওই ৯ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে কোন কোন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে, তা নিশ্চিত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্রলীগের বিভিন্ন পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া ৯ জনই শাখা ছাত্রলীগের উপদল বিজয়ের অনুসারী।
তাঁরা হলেন শাখা ছাত্রলীগের উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক এবং সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাছান মাহমুদ, সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের অনিক দাস, একই বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তনয় কান্তি শিকদার, অর্থনীতি বিভাগের লাবিব সাঈদ, লোকপ্রশাসন বিভাগের আরশিল আজিম, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের সিফাতুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোয়েব মোহাম্মদ (আতিক), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের নাহিদুল ইসলাম ও একই বর্ষের ইতিহাস বিভাগের মো. মোবারক হোসেন।