Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি চেয়ারম্যানের সম্প্রীতি সভায় আসেননি ১২ সদস্যের কেউই

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ইউপি চেয়ারম্যানের সম্প্রীতি সভায় আসেননি ১২ সদস্যের কেউই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান আয়োজিত সম্প্রীতি সমাবেশে পুলিশ, প্রশাসন, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হলেও পরিষদের ১২ জন সদস্যের কেউ উপস্থিত হননি।

আজ সোমবার সন্ধ্যায় পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউছার হোসেনের সভাপতিত্বে পরিষদ প্রাঙ্গণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সম্প্রীতি সমাবেশে অনুপস্থিত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে পাকশিমুল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার (ইউপি) সুজন মাহমুদ বলেন, ‘চেয়ারম্যান কাউছার হোসেনের বিরুদ্ধে ইউএনও মহোদয়ের কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছি। অনাস্থা কার্যকর না হওয়া পর্যন্ত আমরা ১২ জন মেম্বার তাঁর কোনো অনুষ্ঠানে যাব না। তাঁর সভাপতিত্বে কোনো সমাবেশে অংশগ্রহণ করব না। এটা আমাদের পরিষদের ১২ জন মেম্বারের মিলিত সিদ্ধান্ত।’

এ বিষয়ে চেয়ারম্যান কাউছার হোসেন বলেন, ‘আমরা ইউএনও মহোদয়ের নির্দেশে সব ইউপি সদস্যের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি। তাঁরা কেন এই সম্প্রীতি সমাবেশে উপস্থিত হননি, এটা তাঁরাই বলতে পারবেন। তাঁদের সঙ্গে আমার একটু ব্যক্তিগত ঝামেলা আছে, হয়তো এ কারণে আসেননি।’ 

অস্ত্রোপচারের চেয়ে স্বাভাবিক প্রসব বেশি

টিসিবির পণ্যবঞ্চিত ১৬ হাজার পরিবার

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ১১ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে আরও ৩৯ জন গ্রেপ্তার

গণপিটুনিতে দুই জামায়াত কর্মী নিহত: ৬ দিন পর আ.লীগ নেতা-কর্মীদের আসামি করে মামলা

ঈদের পোশাক কেনা হলো না শিশু আফরোজার, অটোচাপায় মৃত্যু

চাঁদপুরে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ ইটভাটা

চট্টগ্রামে দোকানের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনোয়ারায় ঋণের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়িকে পিটিয়ে হত্যা

ধর্ষণের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন