চট্টগ্রামের বাঁশখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফুলকলিকে ৫০ হাজার টাকা ও মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের শোরুম দুটিতে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী। এ সময় মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য জব্দের পর ধ্বংস করা হয়।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের ফুলকলি ও মধুবন শোরুমে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ মধু, জুস, কোল্ড ড্রিংকসসহ বিভিন্ন পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ফুলকলিকে ৫০ হাজার টাকা এবং মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।