হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় টমটমে ট্রাক্টরের ধাক্কা, চালকসহ নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় টমটমের (থ্রি হুইলার) চালকসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা অনুষ্ঠান শেষে টমটমে করে অনুষ্ঠান সাজসজ্জার (ডেকোরেশন) জিনিসপত্র নিয়ে ফিরছিলেন।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পেকুয়া উপজেলার দক্ষিণ মেহের নামা বাজারপাড়ার হারুন আর রশিদের ছেলে মোহাম্মদ রুবেল (৪০) ও একই উপজেলার সদর ইউনিয়নের ছিরাদিয়া গ্রামের মহিউদ্দিনের ছেলে সেলিম উদ্দিন (২৬)। তাঁরা ডেকোরেশনের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাখালী থেকে একটি অনুষ্ঠান শেষে ডেকোরেশনের মালামাল টমটমে করে পেকুয়ায় নিয়ে যাচ্ছিলেন রুবেল ও সেলিম। গাড়িটি কোনাখালীর মরংঘোনা রাস্তার মাথায় পৌঁছলে মহেশখালী থেকে আসা একটি ট্রাক্টর সেটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে টমটমটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় টমটমে থাকা রুবেল ও সেলিম ঘটনাস্থলেই প্রাণ হারান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক্টরের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। টমটম খাদে পড়ে যায়। পিকআপ ভ্যানি পেকুয়া থানা-পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের