হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে বিজিবির গাড়ির ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় বিজিবির গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত মোহাম্মদ সামিম (৮) একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।

বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ উল্লাহ বলেন, বিকেলে বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়ায় মেরিন ড্রাইভের পাশে স্থানীয় কয়েকজন শিশু খেলাধুলা করছিল। একপর্যায়ে তাদের মধ্যে একজন শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার চেষ্টা করছিল। তখন শিশুটি আকস্মিক বিজিবির একটি পাজেরো গাড়ির সামনে পড়ে। এতে শিশুটি বিজিবির গাড়িটির সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় বিজিবির সদস্যরা শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান বলেন, বিজিবির একটি গাড়ি টেকনাফ ব্যাটালিয়ন দপ্তরে যাচ্ছিল। গাড়িটি টেকনাফের হাজমপাড়ায় পৌঁছালে এক শিশু দৌড়ে মেরিন ড্রাইভ পার হওয়ার সময় ধাক্কায় আহত হয়।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেউ কোনো ধরনের অভিযোগ জানাননি।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের