হোম > সারা দেশ > ঢাকা

পদ্মা সেতু পার হতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইনজীবী নিহত, চলছিল ফেসবুক লাইভ 

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। এ সময় আরোহীর করা ফেসবুক লাইভে দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ইনজামুল হক সুমন (৩৪) ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড পশ্চিম মনাই হাওলাদার কান্দি গ্রামের ফজল হক মোল্লার ছেলে। আহত ব্যক্তির নাম আতিক হাসান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও শিক্ষানবিশ আইনজীবী আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন, আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তাঁরা পদ্মা সেতু পার হয়ে সামান্য এগোলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আইনজীবী ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত হন লাইভ করতে থাকা আতিক হাসান। দুর্ঘটনার পুরো দৃশ্য ফেসবুকের লাইভে ধরা পড়ে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, পদ্মাসেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন