Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

তিন দিনে টিকা পেয়েছে পৌনে ২ লাখ ঢাকাবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিনে টিকা পেয়েছে পৌনে ২ লাখ ঢাকাবাসী

রাজধানীর দুই সিটি করপোরেশনে কয়েক দিনব্যাপী চালানো বিশেষ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম তিন দিনে পৌনে দুই লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এসব টিকা সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার।

দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ক্যাম্পেইনে তিন দিনে মোট ১ লাখ ৩ হাজার ৬২৯ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৫০ হাজার ৮৭৩ জন এবং নারী ৫২ হাজার ৭৫৬ জন।

এতে আরও বলা হয়, প্রথম দিনে গত মঙ্গলবার দেওয়া হয় ২৬ হাজার ১৬৬ জনকে। দ্বিতীয় দিনে বুধবার ৩৩ হাজার ৬০ জনকে এবং বৃহস্পতিবার ৪৪ হাজার ৪০৩ জনকে দেওয়া হয়েছে টিকা। 

অন্যদিকে, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে তিন দিনে মোট ৭৪ হাজার ২৮৮ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ ৩৫ হাজার ৭১৬ জন এবং নারী ৩৮ হাজার ৫৭২ জন।

ডিএনসিসিতে প্রথম দিনে ১৯ হাজার ১৪২ জনকে, দ্বিতীয় দিনে ২৩ হাজার ৮৯৪ জনকে এবং তৃতীয় দিনে ৩১ হাজার ২৫২ জনকে দেওয়া হয়েছে টিকা। 

এদিকে, নিবন্ধনের মাধ্যমে চলা টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি দেশে শুরু হয় টিকাদান কর্মসূচি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত দুই ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লাখের বেশি। 

এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। তবে দ্বিতীয় ডোজ পেয়েছেন তিন কোটি ৫৬ লাখ ৯০ হাজার ৩৫৮ জন। বর্তমানে আঠারো বছরের বেশি যেকোনো ব্যক্তি টিকা নিতে পারছেন। এ ছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদেরও দেওয়া হচ্ছে টিকা।

এবার আপ্যায়নের তোড়জোড়

স্টেশনে গিয়ে যাত্রী জানতে পারছেন টিকিট জাল

টিএনজেড গ্রুপে বেতন দেওয়ার দাবি মিথ্যা

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

বেতন পাননি গাজীপুরের ৫০৮ প্রতিষ্ঠানের কর্মীরা

একসঙ্গে ৩ বাছুর দিল এক গাভি

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা-বেইজিং

তা’মীরুল মিল্লাতের অধ্যক্ষ আবু ইউছুফ বরখাস্ত

ঈদযাত্রা: সড়কে ভোগান্তি বাড়াচ্ছে উল্টো পথের অটোরিকশা

ঈদে শোভাযাত্রা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়