Ajker Patrika

স্টেশনে গিয়ে যাত্রী জানতে পারছেন টিকিট জাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদে বাড়ি যাওয়ার জন্য ট্রেনে টিকিট হাতে নিয়ে কমলাপুর রেলস্টেশনের প্রবেশমুখে লাইনে দাঁড়িয়েছিলেন সৈয়দপুরের যাত্রী সোহেল রানা। স্টেশনের টিকিট চেকার পরীক্ষা করে দেখেন তাঁর সঙ্গে থাকা টিকিট জাল। এ ঘটনায় হতভম্ব সোহেল রানা তখন বুঝতে পারেন, ফেসবুক গ্রুপ থেকে টিকিট কেটে প্রতারণার শিকার হয়েছেন।

সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘অনলাইনে অনেক চেষ্টা করে টিকিট কাটতে পারিনি। পরে ফেসবুকের একটা গ্রুপে বিজ্ঞাপন দেখে সেখান থেকে সৈয়দপুরে যাওয়ার জন্য একতা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম। স্টেশনে টিকিট চেকিং করে বলা হচ্ছে, টিকিট জাল। আমরা তো সাধারণ যাত্রী, বোঝার উপায় নেই কোনটা জাল কোনটা সঠিক। ফলে একপ্রকার বিপদেই পড়েছি। এখন স্ট্যান্ডিং টিকিট কেটে যেতে হচ্ছে। এতে প্রতারিত হওয়ার পাশাপাশি অর্থদণ্ডও হলো।’

সোহেল রানার মতোই জাল টিকিটে স্টেশনে এসে ধরা পড়েছেন আরেক যাত্রী মমতাজ উদ্দিন। তিনি বলেন, ‘অনলাইনে টিকিট পাইনি। পরে একটা দোকান থেকে টিকিট কেটেছি। আমি তো জানতাম না টিকিট জাল হবে।

স্টেশনে এসে বুঝলাম টিকিটটা জাল। এখন কীভাবে যাব বুঝতেছি না।’

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হয়েছে অনলাইনে। প্রযুক্তি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে টিকিট কাটার জন্য অনেকেই কম্পিউটার দোকানের দ্বারস্থ হন। কেউ কেউ আবার বিভিন্ন ফেসবুক পেজ থেকেও সংগ্রহ করেন ট্রেনের টিকিট। আর এই সুযোগে যাত্রীদের সঙ্গে প্রতারণা করছে কিছু প্রতারক।

কমলাপুর স্টেশনে থাকা টিকিট চেকাররা জানিয়েছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং কম্পিউটার দোকানগুলোতে জাল টিকিট বিক্রি করা হচ্ছে। কেউ অনলাইনে বাচ্চাদের একটা টিকিট কেটে সেই টিকিট ফটোশপে এডিট করে ইচ্ছেমতো সিটসংখ্যা বসিয়ে পিডিএফ ফাইল আকারে যাত্রীদের কাছে বিক্রি করছেন। যাত্রীরা এসব টিকিট কিনে প্রতারিত হচ্ছেন।

গতকাল কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে ঘুরে দেখা যায়, অনলাইনে কেনা টিকিটের প্রিন্ট কপি নিয়ে যাত্রীরা স্টেশনের গেট দিয়ে ঢোকার মুখে চেকিংয়ের মুখে পড়ছেন। টিকিট চেকারের হাতে থাকা পজ মেশিন দিয়ে যাত্রীর কাছে থাকা টিকিট স্ক্যান করে দেখা হচ্ছে, টিকিট সঠিক কি না। স্ক্যান করার পরে দেখা যাচ্ছে টিকিটটি জাল। জাল টিকিট বোঝা যাচ্ছে; কারণ পজ মেশিনের তথ্যের সঙ্গে যাত্রীর কাছে থাকা টিকিটের তথ্য মিলছে না।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা (ঢাকা) মোহাম্মদ আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় অনেক চাপ থাকে। ফলে যাত্রীদেরও একটু সচেতন হতে হবে তার নিজের টিকিট নিয়ে। যার তার দেওয়া টিকিটে ভ্রমণ করা যাবে না। নিজের এনআইডি দিয়ে কাটা টিকিট দিয়ে যাত্রা করতে হবে। তাহলে এ ধরনের প্রতারণার শিকার হবেন না যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘বাঁচা-মরা’র ম্যাচের আগে ধাক্কা খেল পাকিস্তান

নির্বাচনের আগে জোট নয়, এনসিপির সঙ্গে কাজ করার ইঙ্গিত বিএনপির

জয়পুরে সম্প্রীতির নজির, ঈদগাহে আসা মুসলিমদের ওপর ফুল ছিটালেন হিন্দুরা

বাসা ভাড়ার টাকা নেই, অফিসের টয়লেটেই থাকছেন চীনা তরুণী

ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে হেনস্তা, চাকরিচ্যুতির হুমকি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত