হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন (৩৬)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

হাসপাতালে আল আমিনের বন্ধু নাইমুল হাসান হিমেল ও আল আমিনের খালাতো ভাই মাসুদ রানা জানান, আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাঁর বাসা রামপুরা টিভি ভবনের পেছনে।

নাইমুল হাসান হিমেল বলেন, ‘সন্ধ্যার দিকে আল আমিনসহ কয়েকজন অগ্নিশিখা গলি আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় এলাকার শীর্ষ সন্ত্রাসী শাহজাদা, মোল্লা সাকিবসহ কয়েকজন এলোপাতাড়ি গুলি করে। এতে আল আমিনের ডান কানের পাশে গুলি লাগে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসি।’

হিমেল অভিযোগ করে বলেন, ‘গত চার-পাঁচ দিন আগে রামপুরা কুঞ্জবন এলাকায় আমাদের কয়েকজনকে মেরে মাথা ফাটিয়ে দেয় শাহজাদা ও তার বাহিনী। পরে আমরা রামপুরা থানায় মামলা করে দিই। এরপর আজকে আমাদের ওপর তারা গুলি করল।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘রামপুরা থেকে এক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নাক–কান–গলা বিভাগে তাঁর চিকিৎসা চলছে।’

অপ্রশস্ত সেতুতে ভোগান্তি

ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুর বিরুদ্ধে থানায় জিডি

সিটি গ্রুপের ভোজ্যতেলের কারখানা পরিদর্শনে ভোক্তা-অধিকারের কর্মকর্তারা

আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের সাফল্য

পদ্মা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ব্রির ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু

সিরাজদিখানে কুকুরের কামড়ে ৫ শিশুসহ আহত ১৫

সাবেক এমপির নামফলক ভেঙে গণপিটুনি খেলেন শ্রমিক দল নেতা

নাগরপুরে আ.লীগ নেতা কুদরত আলী গ্রেপ্তার

ইসমাইলের মৃত্যু: ডেলটা হেলথ কেয়ারের চিকিৎসকসহ ৫ জন কারাগারে

সেকশন