Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় অটোরিকশায় বাসের চাপা, যুবক নিহত 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কাপাসিয়ায় অটোরিকশায় বাসের চাপা, যুবক নিহত 

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবু বক্কর (৩০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্ৰামের মো. মাসুদ রানা ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন। 

কাপাসিয়া ফায়ার সার্ভিস অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্র জানা গেছে, সালুয়ারটেকি এলাকায় গাজীপুরগামী একটি বাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াগামী অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটিতে চালক একাই ছিলেন। পরে চালক অটোরিকশার ভেতরে আটকে যান। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে অটোরিকশার ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে। 

কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে মরদেহ টোক পুলিশ তদন্তকেন্দ্রে হস্তান্তর করা হয়।’ 

কাপাসিয়ার টোক পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এবার আপ্যায়নের তোড়জোড়

স্টেশনে গিয়ে যাত্রী জানতে পারছেন টিকিট জাল

টিএনজেড গ্রুপে বেতন দেওয়ার দাবি মিথ্যা

উত্তরায় ফুটপাতে যুবকের মরদেহ, নিতে চায়নি পরিবার

বেতন পাননি গাজীপুরের ৫০৮ প্রতিষ্ঠানের কর্মীরা

একসঙ্গে ৩ বাছুর দিল এক গাভি

সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা-বেইজিং

তা’মীরুল মিল্লাতের অধ্যক্ষ আবু ইউছুফ বরখাস্ত

ঈদযাত্রা: সড়কে ভোগান্তি বাড়াচ্ছে উল্টো পথের অটোরিকশা

ঈদে শোভাযাত্রা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়