গাজীপুরের কাপাসিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর (৩০) কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কৃষ্টপুর গ্ৰামের মো. মাসুদ রানা ছেলে। তিনি অটোরিকশাটির চালক ছিলেন।
কাপাসিয়া ফায়ার সার্ভিস অটোরিকশার ভেতর থেকে মরদেহ উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্র জানা গেছে, সালুয়ারটেকি এলাকায় গাজীপুরগামী একটি বাস কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়াগামী অটোরিকশাকে চাপা দেয়। অটোরিকশাটিতে চালক একাই ছিলেন। পরে চালক অটোরিকশার ভেতরে আটকে যান। স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে ফায়ার সার্ভিস এসে অটোরিকশার ভেতর থেকে চালককে মৃত অবস্থায় উদ্ধার করে।
কাপাসিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাচালককে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে মরদেহ টোক পুলিশ তদন্তকেন্দ্রে হস্তান্তর করা হয়।’
কাপাসিয়ার টোক পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।