হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে দগ্ধ ৫, ফানুস-আতশবাজির কারণে বলে ধারণা

ঢামেক প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৩: ৪১
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষের আগের রাত থার্টি ফার্স্ট নাইট উদ্‌যাপন করতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ৩ শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তারা রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নেন। আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে তারা দগ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, রাতে বিভিন্ন জায়গা থেকে শিশু সহ পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিল। এদের মধ্যর এক শিশুকে ভর্তি দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডা. শাওন বিন রহমান এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দগ্ধরা হলো—সিফান মল্লিক (১২), তাফসির (৩) সেন্টু (৪৫) ও সম্রাট (২০)। তিনি আরও জানান, তাদের শরীরে ১ শতাংশের মত দগ্ধ হয়েছিল। চারজনকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, বছরের শেষ দিনের রাতে রাজধানীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজধানীর মিরপুরে ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের আবর্জনায় ও ধানমন্ডির একটি দোকানে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফানুস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান ফায়ার সার্ভিসের।

মঙ্গলবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক। তিনি জানান, মিরপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্য দিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাফি আল-ফারুক বলেন, ‘আজ (বুধবার) রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে মিরপুর-১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে আগুন নিভে গেছে।’

আল-ফারুক আরও বলেন, ‘অন্য দিকে রাত ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফানুসের আগুন থেকে দোকানটিতে আগুন লাগে।’

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়েছে নগরবাসী। রাত ১২টা বাজার আগেই আতশবাজি ও ফানুস উড়তে থাকে ঢাকার আকাশে। তাই প্রতিবছরের মত এ বছরও আগুন লাগার ঘটনা ঘটেছে।

এমআরসিপি পরীক্ষা নিয়ে শঙ্কায় ৪৪ চিকিৎসক

শিশু আয়ানের মৃত্যু: এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি পুলিশ

দুই শিল্প গ্রুপেই তছরুপ ৩৫ হাজার কোটি টাকা

বন্ধ অবৈধ ইটভাটা ফের চালু