কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শুরুর স্থানে এসে শেষ হয় সাইকেল শোভাযাত্রাটি।
বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে ‘কিশোরগঞ্জ জেলা সাইক্লিস্টস’ নামে একটি সংগঠনের ৫২ জন সদস্য এতে অংশ নেন। বিজয় দিবস উদ্যাপনের ব্যতিক্রমী এ আয়োজন করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লিংক থ্রি এ রাইড।
আজ সকালে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) উপপরিচালক ইকবাল হোসেন, কিশোরগঞ্জ কেব্ল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান সোয়েব।
কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল নিয়ে তাঁরা র্যালি করছে। তাঁদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আমি মনে করি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে দেশপ্রেমের বার্তা পৌঁছে যাবে।’