হোম > সারা দেশ > ঢাকা

বিজয় দিবসে কিশোরগঞ্জে সাইকেল শোভাযাত্রা

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে সাইকেল শোভাযাত্রা ‘বিজয় রাইড’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে শুরুর স্থানে এসে শেষ হয় সাইকেল শোভাযাত্রাটি। 

বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে ‘কিশোরগঞ্জ জেলা সাইক্লিস্টস’ নামে একটি সংগঠনের ৫২ জন সদস্য এতে অংশ নেন। বিজয় দিবস উদ্‌যাপনের ব্যতিক্রমী এ আয়োজন করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান লিংক থ্রি এ রাইড।  

আজ সকালে সাইকেল শোভাযাত্রার উদ্বোধন করেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) উপপরিচালক ইকবাল হোসেন, কিশোরগঞ্জ কেব্‌ল নেটওয়ার্কের স্বত্বাধিকারী মাহফুজুর রহমান সোয়েব। 

‘কিশোরগঞ্জ জেলা সাইক্লিস্টস’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এহসানুল মাহের নিয়াজ বলেন, ‘কিশোরগঞ্জের সব সাইকেল প্রেমিককে নিয়ে পরিবেশবান্ধব যাতায়াত গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ১৭ ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠা হয় কিশোরগঞ্জ জেলা সাইক্লিস্টস নামে এই ক্রীড়া সংগঠন। সবাইকে আমরা ব্যয়বহুল ও পরিবেশ বিনষ্টকারী জ্বালানির যানবাহন ছেড়ে সাইকেলে চড়ে বিভিন্ন গন্তব্যে যেতে উৎসাহ দিই। এতে আপনি নিজে যেমন ভালো থাকবেন, তেমনি পরিবেশও ভালো থাকবে।’

এহসানুল মাহের নিয়াজ আরও বলেন, ‘আজ বিজয়ের ৫২ বছর উপলক্ষে ৫২ জন সাইক্লিস্টস নিয়ে ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছি। সাইকেল দিয়েই আমরা বিজয় দিবস উদ্‌যাপন করেছি।’

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল নিয়ে তাঁরা র‍্যালি করছে। তাঁদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বাংলাদেশের স্বাধীনতার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। আমি মনে করি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের মনে দেশপ্রেমের বার্তা পৌঁছে যাবে।’

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড