হোম > সারা দেশ > ঢাকা

নির্যাতনে ১৬ মাসের শিশুর মৃত্যু, সৎবাবা ও মা আটক

শরীয়তপুর প্রতিনিধি

পুলিশের হাতে আটক অভিযুক্ত সৎবাবা ও মা। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরায় সৎবাবা ও মায়ের নির্যাতনের শিকার হয়ে আরিফা নামের ১৬ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মূলনা ইউনিয়নের মিরাশার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মা চাঁদনী আক্তার ও সৎবাবা খোরশেদকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুর মা চাঁদনী আক্তারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায় আর তাঁর দ্বিতীয় স্বামী খোরশেদের বাড়ি বরিশাল জেলায়। চাঁদনী আক্তার তাঁর প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ছয় মাস আগে খোরশেদকে বিয়ে করেন। মেয়ে আরিফা ও দ্বিতীয় স্বামী খোরশেদকে নিয়ে এক মাস ধরে জাজিরার মিরাশার গ্রামের ছোবাহান মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। খোরশেদ ওই এলাকার একটি ইটভাটায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, শিশুটির ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চলছিল। শিশুটি কান্নাকাটি করলে তাকে নির্মমভাবে প্রহার করা হতো। কেউ প্রশ্ন করলে মা চাঁদনী বলতেন, ‘শাসন করছি, খেতে চায় না, তাই মারছি।’

জানা গেছে, ৫ ফেব্রুয়ারি রাতে শিশুটিকে ব্যাপক মারধর করা হয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরদিন রাত সাড়ে ১০টার দিকে শিশুটি নিথর হয়ে যায় এবং মারা যায়।

পরে শুক্রবার সকালে জানাজানি হলে স্থানীয়রা মা ও সৎবাবাকে আটক করে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মা ও সৎবাবাকে আটক করেছি। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড