হোম > সারা দেশ > ঢাকা

শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা

অনলাইন ডেস্ক

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন প্রবাসীরা। ছবি: আজকের পত্রিকা

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ তিন দফা দাবি নিয়ে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়েছেন প্রবাসীরা। ছবি: আজকের পত্রিকা

প্রবাসীদের তিন দাবির মধ্যে রয়েছে— প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে; ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে; প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড