হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ইস্টার্ন ব্যাংকে এসির কম্প্রেসর বিস্ফোরণে নিহত ২

সোনারগাঁ, নারায়ণগঞ্জ (প্রতিনিধি) 

কাঁচপুর মেঘা কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ তুহিন (২৫) ও রাফি (২৩) নামে দুই যুবক মারা গেছেন। আজ রোববার বেলা ১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এ ঘটনা ঘটে।

নিহত তুহিন চাঁদপুর সদরের সেলিম বেপারির ছেলে ও নিহত রাফি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার বাসিন্দা। তারা এসআর পাওয়ার টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুপুরে কাঁচপুর মেঘা কমপ্লেক্সে অবস্থিত ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসর মেরামতের কাজ করার সময় টেকনিশিয়ান তুহিন ও রাফি কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এসআর পাওয়ার টেকনোলজির জেনারেল ম্যানেজার শফিউল আলম বলেন, ‘ইস্টার্ন ব্যাংক কাঁচপুর উপশাখায় এসি মেরামতের জন্য আমরা তুহিন ও রাফি নামে দুজনকে পাঠালে সেখানে কাজ করতে গিয়ে দগ্ধ হয়ে তারা দুজনই মারা যায়।’

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী বলেন, ‘বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুজন নিহতের খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।’

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড