পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় মা-বাবার সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসে সাব্দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাব্দুল্লাহ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হিরু মোল্লার ঘাট এলাকার মো. জিয়ার কনিষ্ঠ ছেলে।
সরেজমিনে জানা গেছে, তিন-চার দিন আগে মা-বাবার সঙ্গে নানাবাড়ি আসে সাব্দুল্লাহ। গতকাল সাব্দুল্লার বাবা বাড়ি চলে যান। আজ সকাল থেকে সাব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে সাব্দুল্লাহর লাশ ভাসতে দেখা যায়। শিশুটির লাশ কালুখালী উপজেলার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো খবর পাইনি। আমাদের বাহাসপুরের বিট অফিসারের মাধ্যমে খোঁজ নিয়ে দেখছি।’