গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে অপহৃত চারটি শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তির দত্তক দেওয়া শিশুকেও সেখান থেকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তির একটি ঘর থেকে শিশুদের উদ্ধার করে গাজীপুর মহানগর পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তার আসামিদের গাজীপুরের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার আলী আকবরের তিন ছেলে আমির হোসেন (২৬), মনির হোসেন (২৮) ও আশিক (২৩) এবং খুলনার সোনাডাঙ্গার হালিমা খাতুন (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেরিনা খাতুন (৫৫)।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মনির হোসেন তাঁর শিশুসন্তানকে লালনপালনের জন্য গাছা থানার বাদে কলমেশ্বর এলাকায় বসবাসকারী তাঁর এক আত্মীয়ের কাছে দত্তক দেন। ঈদুল ফিতরের পর মনির তাঁর সন্তানকে দেখতে ওই বাড়িতে যান।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনিরের ছেলে ওই বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় নিজের সন্তানসহ খেলাধুলা করা পাঁচ শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলবস্তি এলাকায় নিয়ে বন্দী করে রাখেন। পরে নিখোঁজ শিশুদের অভিভাবকেরা তাঁদের সন্তানদের খোঁজে নামেন। অপরদিকে বেড়াতে আসা মনির হোসেন ও তাঁর সন্তানকেও পাওয়া যাচ্ছিল না। এসব কারণে মনির হোসেনকে সন্দেহ হলে নিখোঁজ এক শিশুর বাবা বাদী হয়ে মহানগরীর গাছা থানায় মনির হোসেনসহ অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক সাইফুল আলম বলেন, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি মনির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান চালিয়ে অপহৃত শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুরে এনে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী আসামি ও শিশুদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকা থেকে অপহৃত চারটি শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত ব্যক্তির দত্তক দেওয়া শিশুকেও সেখান থেকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তির একটি ঘর থেকে শিশুদের উদ্ধার করে গাজীপুর মহানগর পুলিশ। আজ রোববার বিকেলে গ্রেপ্তার আসামিদের গাজীপুরের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার আলী আকবরের তিন ছেলে আমির হোসেন (২৬), মনির হোসেন (২৮) ও আশিক (২৩) এবং খুলনার সোনাডাঙ্গার হালিমা খাতুন (৩০) ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মেরিনা খাতুন (৫৫)।
গাজীপুর মহানগরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তার আসামিদের মধ্যে মনির হোসেন তাঁর শিশুসন্তানকে লালনপালনের জন্য গাছা থানার বাদে কলমেশ্বর এলাকায় বসবাসকারী তাঁর এক আত্মীয়ের কাছে দত্তক দেন। ঈদুল ফিতরের পর মনির তাঁর সন্তানকে দেখতে ওই বাড়িতে যান।
ওসি জানান, গত বৃহস্পতিবার বিকেলে মনিরের ছেলে ওই বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় তিনি তাঁর সহযোগীদের সহযোগিতায় নিজের সন্তানসহ খেলাধুলা করা পাঁচ শিশুকে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট রেলবস্তি এলাকায় নিয়ে বন্দী করে রাখেন। পরে নিখোঁজ শিশুদের অভিভাবকেরা তাঁদের সন্তানদের খোঁজে নামেন। অপরদিকে বেড়াতে আসা মনির হোসেন ও তাঁর সন্তানকেও পাওয়া যাচ্ছিল না। এসব কারণে মনির হোসেনকে সন্দেহ হলে নিখোঁজ এক শিশুর বাবা বাদী হয়ে মহানগরীর গাছা থানায় মনির হোসেনসহ অজ্ঞাতনামাদের আসামি করে অপহরণ মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক সাইফুল আলম বলেন, মামলা হওয়ার পর তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামি মনির হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁকে সীতাকুণ্ড থানা-পুলিশের সহায়তায় ফৌজদারহাট এলাকার রেলবস্তি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযান চালিয়ে অপহৃত শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের গাজীপুরে এনে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের আদেশ পেলে সে অনুযায়ী আসামি ও শিশুদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে