Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
মো. রেজাউল হাওলাদার। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় মসজিদের জমি দখল করে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সহসভাপতিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলীয় প্যাডে স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি মো. রেজাউল হাওলাদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হলো। দলের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।

স্বেচ্ছাসেবক দলের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আমিনুর রহমান আমান আজকের পত্রিকাকে এই বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘড়িষার বাজারের শত বছরের পুরোনো ঘড়িষার জামে মসজিদের জমি দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।

রেজাউল হাওলাদারকে বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত
রেজাউল হাওলাদারকে বহিষ্কারের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীত

আমিনুর রহমান আমান আরও বলেন, স্বেচ্ছাসেবক দলে কোনো অপরাধীর স্থান নেই। কারও ব্যক্তিগত কোনো অপরাধের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেবে না।

এ বিষয়ে জানতে চাইলে রেজাউল হাওলাদার বলেন, ‘বহিষ্কারাদেশের কপি এখনো আমি পাইনি। আমার বিরুদ্ধে মসজিদের জমি দখল করে ক্লাব নির্মাণের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মসজিদের বেশ কিছু দোকান ঘর রয়েছে, যেগুলো ভাড়া দেওয়া হয়। আমি অনুমতি নিয়ে পরিত্যক্ত একটি ঘর সংস্কার করেছি।’

ছাপা বইয়ের নানা বিকল্প

আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

অটোরিকশাচালক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে ধোলাইখালে পেটে রড ঢুকে কিশোর নিহত

প্রতিবন্ধীদের স্কুল এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান

‘দেশের নিরাপত্তাব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড’

উত্তরায় চীনা নাগরিক খুনের যৌথ তদন্ত করবে চীন ও বাংলাদেশ পুলিশ

যৌন হামলার আশঙ্কায় মেয়েরা বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে: এমজেএফ

ধর্ষণ, নারী নিপীড়ন, অনিরাপত্তার প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

গাজীপুরে শিক্ষার্থী ধর্ষণ ও শিশু ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ২

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল