হোম > সারা দেশ > ঢাকা

তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ, নবাবগঞ্জে আজহারী

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

নবাবগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী। ছবি: আজকের পত্রিকা

তরুণদের হাতেই নিরাপদ বাংলাদেশ, নিরাপদ লাল-সবুজের পতাকা–মন্তব্য করেছেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, ‘’২৪-এর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র ও যুবসমাজ। এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ, নিরাপদ লাল-সবুজের পতাকা। তরুণ প্রজন্মকে কোরআন-হাদিসের আলোয় আলোকিত করতে হবে। তাহলেই দেশ, জাতি, সমাজ উপকৃত হবে।’

আজ শনিবার ঢাকার নবাবগঞ্জে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাহফিলে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। দুপুরের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় বারুয়াখালী মাঠ। এর আগে শুক্রবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে তাঁর শুভাকাঙ্ক্ষীরা মাহফিল আসতে শুরু করেন। দর্শকদের সুবিধার্থে মাঠ ও মাঠের বাইরে প্রজেক্টরের মাধ্যমে ৩০টি বড় পর্দায় মাহফিল প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

মিজানুর রহমান আজহারী বলেন, ‘আমাদের নিয়ে যাঁরা হিংসা করেন, সমালোচনা করেন, আমরা তাঁদেরও ভালোবাসি। আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এটাই ইসলামের সুমহান শিক্ষা।’

আজহারী বলেন, তরুণ প্রজন্মকে কোরআন-হাদিসের আলোয় আলোকিত করে তারুণ্যের উচ্ছ্বাসকে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। আমরা কোরআন-হাদিসের আলোকে কথা বলি। ইসলাম হচ্ছে আমাদের জীবনব্যবস্থা। মানুষকে সচেতন করাই দ্বীনের দায়িদের কাজ। আমাদের সন্ত্রাস-দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’

মো. শাহজাহান শিকদারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম, সাইদুর রহমান শাহীন, রওশন আলী, মো. আইয়ুব হোসেন চুন্নু মিয়া, মো. আশরাফুল ইসলাম মোল্লা, তানভির আহমেদ, মোহাম্মদ হোসেইন জনি, মো. মনির হোসেন, আবুল বাসার সুজন, শামিমুল হক শিমু, মিজানুর রহমান মিজান।

মাওলানা আব্দুল কাদের খানের সঞ্চালনায় বিশেষ বক্তা মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, হাফেজ শেখ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী ও হাফেজ মাওলানা মহিবুল্লাহ রুম্মান।

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড