হোম > সারা দেশ > ঢাকা

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

অনলাইন ডেস্ক

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কক্ষের সামনে ভুক্তভোগী গাড়িচালকের সহকর্মীদের হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনের (ইসি) মাঠপর্যায়ের এক কর্মকর্তার বিরুদ্ধে অফিসের গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কক্ষের সামনে হট্টগোল করছেন চালকের সহকর্মীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরা জড়ো হতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে মিটিং শেষে সচিব ও অতিরিক্ত সচিব এসে তাঁদের বিচারের আশ্বাস দিলে সেখান থেকে সবাই চলে যান।

এর আগে মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের বিরুদ্ধে অফিসটির গাড়িচালক রবিন ইসলাম মদুদ লিখিত অভিযোগ করেন।

সচিবের কাছে জমা দেওয়া অভিযোগে রবিন ইসলাম মদুদ উল্লেখ করেন, মঙ্গলবার আনুমানিক ৩টা ৩৫ মিনিটে তাঁকে অফিস সহায়ক উশা আফরিনকে দিয়ে অফিসে ডেকে নেন হুমায়ুন কবির। সেখানে ওই সময় দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী উপস্থিত ছিলেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালকের কাছে গাড়ির চাবি ও গাড়ি চাইলে তিনি লিখিত আকারে বুঝে নিতে বলেন।

একপর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা গাড়িচালক মদুদের দিকে তেড়ে আসেন। সেখানে উপস্থিত খুলনা সদর থানার নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস ইশারা করে তাঁকে চাবি দিয়ে দিতে বললে তিনি নির্বাচন কর্মকর্তা হুমায়ুনের কাছে চাবি দিয়ে দেন। এরপরও হুমায়ুন চাবি নিয়ে উত্তেজিত হয়ে আমার মুখের উভয় পাশে এলোপাতাড়ি চর ও ঘুসি মারেন। পায়ের স্যান্ডেল দিয়ে মাথায় বাড়ি মারেন। মনোরঞ্জন বিশ্বাস তাঁর হাত ধরে ঠেকানোর চেষ্টা করলে তাঁর ওপরেও চড়াও হন এবং তাঁকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে দরজা খুলে বের হতে গেলে পেছন থেকে তাঁকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এ সময় আঘাত পেয়ে গাড়িচালক মদুদের দাঁত ভেঙে যায়। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।

চিঠিতে আরও উল্লেখ করেন, চিকিৎসারত অবস্থায় তাঁকে ফোন কল দিয়ে অফিসে ডেকে নিয়ে বদলির চিঠি ও অবমুক্তের আদেশ হাতে দিয়ে দেন।

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড