হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৮

শরীয়তপুর প্রতিনিধি

হামলা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে স্পিডবোট। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহতেরা হলেন—জাজিরা উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাঁদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে সে জন্য মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার সিডারচরে একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রা এলাকায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে যান। হঠাৎ করে ১৮-২০টি ইঞ্জিনচালিত নৌকায় লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ জনকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। তাঁরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতদের। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে হামলা চালিয়ে অভিযান থামানো যাবে না।

নেতাদের অসহযোগিতায় থমকে আছে উদ্যোগ

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

জাবির চৈত্রসংক্রান্তি উৎসবে ব্যাঙের পান-চিনি ও লাঠিখেলা

ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ ২২ জনের নামে মামলা

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমলসহ তিনজনের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আরসার প্রধান আতাউল্লাহসহ পাঁচ সহযোগী ৮ দিনের রিমান্ডে

ইভ্যালির রাসেল-শামীমার আরও তিন বছরের কারাদণ্ড

আগামীকাল পয়লা বৈশাখে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে দুটি মেট্রো স্টেশন

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবি

যৌতুক না পেয়ে গরম তেল ঢেলে স্ত্রীকে খুন, স্বামীর মৃত্যুদণ্ড