হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে ইলিশ রক্ষা অভিযানে হামলা, আহত ৮

শরীয়তপুর প্রতিনিধি

হামলা চালিয়ে ভেঙে ফেলা হয়েছে স্পিডবোট। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য বিভাগের ৮ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বাবুরচর এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলায় আহতেরা হলেন—জাজিরা উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী রিয়াদ (২৮), চালক মো. সাগর (৩০), স্পিডবোট ড্রাইভার সেকেন্দার হোসাইন (২৯), তাঁদের সহযোগী হাবিব (২২), জিল্লুর রহমান (৪৫), মুশফিকুর রহমান (২৭), জামিল হোসেন (২৮) ও সেকান্দার হোসেন (৩৫)।

মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না নামে সে জন্য মঙ্গলবার রাতে জাজিরা উপজেলার সিডারচরে একটি স্পিডবোট, বাবুর চরে দুইটি স্পিডবোট ও চরাত্রা এলাকায় একটি স্পিডবোটে মৎস্য বিভাগের লোকজন অভিযানে যান। হঠাৎ করে ১৮-২০টি ইঞ্জিনচালিত নৌকায় লোকজন এসে বাবুর চরের দুইটি স্পিডবোটে হামলা চালায়। তখন দেশীয় অস্ত্র ও লগি-বইঠা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মৎস্য বিভাগের ৮ জনকে আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে জানতে পেরে নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেনসহ মৎস্য বিভাগের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। তাঁরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন আহতদের। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান বলেন, হামলার বিষয়ে মৎস্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, অভিযান কঠোর হচ্ছে তাই তারা উগ্র হয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে। তবে হামলা চালিয়ে অভিযান থামানো যাবে না।

মির্জাপুরে রাতের আঁধারে নদীতীরের মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

প্রশাসন ক্যাডারের জন্য কোটা জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক

স্টাফ কোয়ার্টার-হাজীনগর অপ্রশস্ত সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, ভোগান্তি

আমদানির পর চুরি হওয়া অর্ধকোটি টাকার জিনসের কাপড় উদ্ধার

কবি নজরুলের নাতির চিকিৎসায় বার্ন ইনস্টিটিউটে মেডিকেল বোর্ড

নগরকান্দায় ঢাল-সড়কি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত ২০

শীর্ষ সন্ত্রাসী ইমন এলিফ্যান্ট রোডের হামলায় জড়িত নন, মায়ের দাবি

রাজধানীর হাজারীবাগে ইডেন কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবি নজরুলের নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

ছবিতে হারানো দিনের ঢাকা

সেকশন