রাজধানীর পল্লবী এলাকা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল ও মো. তোফায়েল আহমেদ।
পুলিশ জানায়, ২১ মার্চ সাকিব নামের এক ব্যক্তি সাবলেট ভাড়া দেওয়ার জন্য মাহথির মোহাম্মদ খান তমালকে তাঁর বাসায় আমন্ত্রণ জানান। বাসাটি পছন্দ হওয়ার পর মাহথির চাবি নিয়ে চলে যান এবং পরদিন প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলেন। কিন্তু তিনি তালা ভেঙে বাসা থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন ফোন চুরি করেন। সাকিব বিষয়টি বাড্ডা থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করে।
এরপর, ৩০ মার্চ পল্লবীর কালসী এলাকায় এক অভিযানে মাহথির ও তাঁর সহযোগী তোফায়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৯ লাখ ২৮ হাজার টাকা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, চোর চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।