রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর কালুখালীতে চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ দুপুরে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত যুবকের নাম নাজমুল হোসেন মোল্লা (৩২)। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, আজ শনিবার ভোরের দিকে হরিণবাড়িয়া গ্রামে চোর সন্দেহে নাজমুলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। সকাল সাড়ে আটটার দিকে আহতাবস্থায় তাঁকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সিঁড়িতে কে বা কারা আহতাবস্থায় এক যুবককে ফেলে রেখে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে নিজের নাম ঠিকানা শুধু বলতে পেরেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে জানা গেছে, নাজমুলসহ তিন ব্যক্তি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে ফিরছিল। ওই সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। দুই ব্যক্তি পালিয়ে গেলেও ধরা পড়ে নাজমুল। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি মোহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।