রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের পাশে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আটটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ দুর্ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত ২টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও দুটি করে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।