তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনসহ দুজনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তালা বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তার দুজনকে আজ শুক্রবার সকালে পুলিশ আদালতে পাঠিয়েছে।
থানা-পুলিশ জানায়, উপজেলার জালালপুর ইউনিয়নের এক ব্যক্তি গত বুধবার থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। এই মামলায় তালা বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন (৫২) ও শাহাপুর গ্রামের বাসিন্দা ইসহাক আলীকে (৫৫) উপজেলার সদর বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।