ডেকে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়েছে জাহাজে। ভেতরে ছিল আমদানি করা গাড়ি। ঢুকে পড়া সেই পানিতে ডুবেছে সেসব গাড়ি। গত মঙ্গলবার মোংলা বন্দরে নোঙর করা একটি জাহাজে এ ঘটনা ঘটে। তবে গতকাল পানি অপসারণ করে জাহাজের ভেতর থাকা গাড়িগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ লিমিটেড ও মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন শাহাদাত হোসেন বলেন, ‘মালয়েশিয়া স্টার’ নামের জাহাজটি আমদানি করা গাড়ি নিয়ে গত ৬ সেপ্টেম্বর মোংলা বন্দরে আসে।
খালাস শুরুর পর গত মঙ্গলবার ডেকে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় শিপিং এজেন্টসহ সকলের যৌথ উদ্যোগে পাম্প দিয়ে জাহাজের পানি অপসারণ করা হয়েছে। সব গাড়ি নামিয়ে ফেলা হয়। মেরামত করা হয়েছে ছিদ্র। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।