হোম > সারা দেশ > খুলনা

যশোরে বর্ণিল আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

যশোর প্রতিনিধি

সারা দেশের ন্যায় যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এম এম কলেজ) অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এ সময় তিনি বলেন, ‘আজকের পত্রিকা শুরু থেকেই পাঠকের মন জয় করে চলেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে মানুষের দৃষ্টি সেদিকে যায়, অল্পসময়ে আজকের পত্রিকা সেই কাজটিই করেছে। যে উদ্দেশ্যে আজকের পত্রিকা সৃষ্টি হয়েছে-আমি আশা করব এই অঞ্চলের সমস্যাগুলো তারা তুলে ধরবে। জানা থাকলে সমস্যার সমাধানও তুলে ধরতে হবে। এতে যারা উন্নয়নমূলক কাজ করে তাদের জন্য ভালো হয়।’ 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই বছরে আজকের পত্রিকাটি পাঠকের মন জয় করেছে। সারা দেশে স্থানীয় দৈনিক স্লোগান নিয়ে যশোরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলাতে আলাদা আলাদা সংস্করণ চালু করেছিল পত্রিকাটি। এতে করে ওই জেলার অনেক সংবাদ পড়তে পারত পাঠক। ব্যতিক্রমী এই উদ্যোগের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে পত্রিকাটি। কিন্তু সম্প্রতি কাগজ-কালির দাম বেড়ে যাওয়ায় বন্ধ রয়েছে এসব সংস্করণ। বক্তারা আবারও পত্রিকাটির যশোর সংস্করণ চালু করার আহ্বান জানান। একই সঙ্গে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ভবিষ্যতে শীর্ষস্থান দখল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, প্রেস ক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ার কবির নান্টু, যশোর সরকারি এম এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হামিদুল হক শাহিন, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক। 

স্বাগত বক্তব্য রাখেন আজকের পত্রিকার যশোর প্রতিনিধি জাহিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন রহমান। আলোচনা শেষে পত্রিকাটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দরা। সঙ্গে ছিলেন যশোরে কর্মরত সাংবাদিকদের সব সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকায় যশোরে কর্মরত সংবাদকর্মীরা। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব থেকে শোভাযাত্রা বের হয়।

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক, আতঙ্ক

যশোরে ২৪ মামলার আসামি সন্ত্রাসী রাকিব গুলিবিদ্ধ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার্ড

১০ দিনের মাথায় ওএসডি যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ছাত্রলীগ নেতা লেখকের ভেবে জামায়াত নেতার মাছ লুট

দৌলতপুরে বিএনপি নেতার বাড়িতে অভিযান, নগদ অর্থ ও ইয়াবা উদ্ধার

দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩

যশোরে ভৈরব নদে মিলল ইজিবাইকচালকের লাশ, ৩ বন্ধু আটক

তিন সেতু-কালভার্টে ধস লাখো মানুষের দুর্ভোগ

রাজনৈতিক সরকার ছাড়া সংস্কার টেকসই হবে না: সিজিএস সংলাপে বক্তরা

অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা: প্রেস সচিব

সেকশন