বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাকির হোসেন (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন খুলনার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের ইয়ার আলী শেখের ছেলে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। তিনি জানান, ‘জাকির গোপালগঞ্জ থেকে বাড়ির উদ্দেশে খুলনা ফিরছিলেন। এ সময় খুলনা-ঢাকা মহাসড়কের সুড়িগাতী এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির গাড়িকে পাশ দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাকির মহাসড়কের পাশে ছিটকে পড়েন।
পুলিশ ঘটনাস্থল থেকে জাকিরকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মেহেদী।