যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পুরুষের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের পরনে লাল শার্ট ছিল।
যশোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, কে বা কারা এই যুবককে হত্যা করে ফেলে গেছে এখনো তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ তাঁকে হত্যা করে ফেলে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।