Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

কেশবপুরে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুরে ইউএনওর ঈদ সামগ্রী বিতরণ

যশোরের কেশবপুরে পথে পথে ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম আরাফাত হোসেন। আজ মঙ্গলবার বিকেলে তিনি পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে ঘুরে ৪০০ অসহায় ব্যক্তির মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন।

সরেজমিনে দেখা যায়, ইউএনও এমএম আরাফাত হোসেন শহরের ত্রিমোহিনী মোড়, টাইগার মোড়, হাসপাতাল মোড়, পাইলট স্কুল মোড় ও উপজেলা পরিষদ চত্বর এলাকা ঘুরে অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষ এবং ভ্যান চালকদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। ঈদের আগে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল পেয়ে খুশি অসহায় মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাহিদুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহাসহ প্রমুখ।

কেশবপুর ইউএনও এম এম আরাফাত হোসেন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলা প্রশাসনের আয়োজনে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই শহরে চলাচলকারী ৪০০ জন অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তাদেরকে সেমাই, চিনি, বাদাম, কিচমিচ ও তেল দেওয়া হয়।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর