Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে হত্যা মামলার ২ সাক্ষীকে ছুরিকাঘাত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে হত্যা মামলার ২ সাক্ষীকে ছুরিকাঘাত
মহেশপুর থানা। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় হত্যা মামলার দুই সাক্ষীকে ছুরিকাঘাত করেছেন মামলার আসামিরা। এ ঘটনায় গুরুতর আহত দুই ভাইকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

আজ বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মান্দারতলা বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত দুই ভাই যাদবপুর ইউনিয়নের ধান্যহারিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাসান ও আজিজুল।

স্থানীয় লোকজন জানান, সকালে হাসান ও আজিজুল বাড়ি থেকে মহেশপুর আসার পথে সোহাগের দোকানে মোটরসাইকেলে তেল নিচ্ছিলেন। সে সময় জামিনে থাকা বিচারাধীন একটি হত্যা মামলার আসামিরা দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যাচেষ্টা চালান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে পালিয়ে যান আসামিরা।

পরে বাজারের লোকজন তাঁদের উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর সদর হাসপাতালে পাঠান।

স্থানীয় লোকজন বলেন, হাসান ও আজিজুল ২০২৩ সালে ধান্যহারিয়া গ্রামের টিটু হত্যার প্রধান সাক্ষী। ওই মামলার আসামিরা জেল থেকে বেরিয়ে এসে কয়েক দিন ধরে তাঁদের হুমকি দিয়ে আসছিলেন। আজ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন তাঁরা।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মামুন পারভেজ জানান, সকালে স্থানীয় লোকজন দুই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। যেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর হাসপাতালে পাঠানো হয়।

মহেশপুর থানার এসআই আসাদ বলেন, ‘ঘটনার প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। ঘটনা যাঁরা ঘটিয়েছেন, তাঁরা টিটু হত্যা মামলার আসামি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ছাত্র আন্দোলনে হামলা: কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি