Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৩ দিনের মেলা: জেলেদের তৈরি বাহারি পণ্য শোভা পাচ্ছে বিভিন্ন স্টলে

খুলনা প্রতিনিধি

খুলনায় ৩ দিনের মেলা: জেলেদের তৈরি বাহারি পণ্য শোভা পাচ্ছে বিভিন্ন স্টলে
খুলনায় আয়োজিত তিন দিনব্যাপী মেলার একটি স্টলে পণ্য দেখছেন এক দর্শনার্থী। ছবিটি গতকাল বিকেলে নগরের জাতিসংঘ শিশুপার্ক থেকে তোলা। আজকের পত্রিকা

মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনার জাতিসংঘ শিশুপার্কে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণন মেলা-২০২৫’।

গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মেলার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি বলেন, মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যের প্রচার ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেলা। এ ধরনের উদ্যোগ উপকূলীয় এলাকার জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএফের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (এসসিএমএফপি) কম্পোজ-৩-এর আঞ্চলিক সমন্বয়কারী মো. সামিউল হক।

মেলায় ২৬টি স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত বিভিন্ন পণ্য, মধু, মাছসহ রকমারি পণ্য। তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।

সরেজমিনে মেলার মরনিদ্রা নকশিকাঁথা উৎপাদনমুখী সমবায় সমিতির স্টলে হাতে বোনা কাঁথা, বেডশিট, হাতপাখা, ব্যাগ, টুপিসহ বিভিন্ন পণ্যের সমারোহ দেখা যায়। স্টলের কর্মী আয়শা বেগম জানান, এসব পণ্য খুবই সস্তা।

নাপিতের হাট শীতলপাটি উৎপাদনমুখী সমবায় সমিতির কর্মী অবিনাশ জানান, তাঁদের স্টল বাঁশের তৈরি সাজ বক্স, কলমদানি, টিস্যু বক্স, পাখা, ট্রে, শীতলপাটি দিয়ে সাজানো হয়েছে।

রাজেশ্বর মৎস্যজীবী সমিতির কর্মী মাহমুদা জানান, তাঁদের স্টলে পুঁতি দিয়ে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া মেলায় জেলেদের নিজ হাতে তৈরি বিভিন্ন পণ্য স্থান পেয়েছে।

ছাত্র আন্দোলনে হামলা: কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

যশোরে ইটভাটায় নারী শ্রমিককে ধর্ষণ, দুই সহকর্মী গ্রেপ্তার

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি