Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

মোংলা বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নাবিকের মৃত্যু

প্রতিনিধি

মোংলা বন্দরে তেলবাহী জাহাজে আগুন, নাবিকের মৃত্যু

রামপাল (বাগেরহাট): মোংলা সমুদ্রবন্দরে ‘এমটি সি লিংক উৎসব’ নামের একটি তেলবাহী জাহাজে (ট্যাংকার) আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মো. লাল মিয়া (৫২)। তিনি ওই জাহাজের স্টাফ ছিলেন। লাল মিয়া ঢাকার পোস্তগোলা ব্যাংক কলোনির বাসিন্দা মো. শরীফ হোসেনের ছেলে।

জানা গেছে, ইঞ্জিন রুমে থাকা মো. ইয়াছিন (৫০) নামে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ হাসপাতালের প্রধান চিকিৎসক কর্মকর্তা মো. আব্দুল হামিদ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মংলামোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের তেলবাহী ওই জাহাজ চট্টগ্রাম থেকে এসেছিল। জাহাজটিতে ১৯ লাখ লিটার জ্বালানি তেল ছিল। খুলনার দৌলতপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের মেঘনা ডিপোতে ওই তেল খালাসের কথা ছিল। মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার শেখ ফখরউদ্দিন জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙর করার মুহূর্তেই তেলের ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মো. ইয়াছিন (৫০) ও মো. লাল মিয়া (৫২) অগ্নিদগ্ধ হন। তাদের বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেওয়ার সময় পথেই লাল মিয়ার মৃত্যু হয়। মো. ইয়াছিন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক। তেলের ট্যাংকারটির মালিক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলে জানা গেছে।

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নাম পাল্টে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর