জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ধান ঝাড়াই করতে গিয়ে শাড়ি মেশিনে পেঁচিয়ে খদেজা খাতুন (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। খদেজা খাতুন পার্শ্ববর্তী কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের মৃত জাকারিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, দুই দিন আগে খদেজা খাতুন সুবলপুর গ্রামের অসুস্থ বোনের ছেলে আশাদুলকে দেখতে আসেন। বৃহস্পতিবার বোনের বাড়িতে ধান মাড়াইয়ের পর ঝাড়াইয়ের কাজ চলছিল। এ সময় খদেজা খাতুন তার বোনদের সহযোগিতা করার জন্য ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের কাছে গেলে শাড়ি মেশিনে পেঁচিয়ে যায়। এতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে লাশ তাঁর গ্রামের বাড়ি কোটচাঁদপুরে নিয়ে চলে গেছে।