নড়াইলের লোহাগড়ায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাত-আটজন।
উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে আজ সোমবার বিকেলে এ সংঘর্ষ ঘটে। নিহত আকবর শেখ (৬৫) ওই গ্রামের বাসিন্দা। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে মনিরুল জমাদ্দার ও মিল্টন জমাদ্দারের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রোববার দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোমবার বিকেলে তাঁরা সংঘর্ষে জড়ান।
সংঘর্ষকালে মনিরুলের পক্ষের আকবর শেখকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে তাঁকে উদ্ধার করে পাশের মাগুরা জেলার মোহাম্মদপুর হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লোহাগড়া থানার ওসি আশিকুর জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।