যশোরের বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় সাতজন বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বুধবার বিজিবি এই অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন—ইয়াসিন বিশ্বাস (২৮), সুমন শেখ (১৯), রমজান আলী (৩০), রাবেয়া খানম (৬), মাবিয়া খনন (৪), আলামিন শেখ (২৫) ও শহিদুল ইসলাম (৩৭)। তাঁদের বাড়ি যশোর, ফরিদপুর, খুলনা, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলায়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, একটি অভিযানে বেনাপোলের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টের টহল দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় দুই শিশুসহ সাতজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।