চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মো. শান্ত (১৬) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জালশুকা হিমালয় ব্রিকস নামের একটি ইটভাটার ডোবা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শান্ত জালশুকা পাওয়ার হাউস পাড়ার আইজেল হোসেনের ছেলে।
শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম বলেন, ‘প্রতিদিনের মতো সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পার্শ্ববর্তী হিমালয় অটো ব্রিকস ইটভাটায় কাজ করতে যায় শান্ত। কাজ শেষ হয় বিকেল ৪টায়। তার পরও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। পরে রাতে হিমালয় অটো ব্রিক্সের একটি গর্তের কাছে শান্তর পায়ের স্যান্ডেল দেখতে পেয়ে গর্তে নেমে তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী। শান্তর সঙ্গে ভাটার অন্য কয়েকজন শ্রমিকের কোনো একটি বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল বলে জেনেছি। তবে কার সঙ্গে দ্বন্দ্ব ছিল, পরিবারের সদস্যরা কেউ বলতে পারেনি।’
নিহতের প্রতিবেশী আলামিন হক বলেন, শান্ত ইটভাটায় কাজের পাশাপাশি বাড়ির পাশে একটি মসজিদে খণ্ডকালীন মুয়াজ্জিনের দায়িত্ব পালন করত। গতকাল ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি এসে সকাল সাড়ে ৭টার দিকে ইটভাটার কাজে যায়। সারা দিন আর বাড়িতে আসেনি সে। পরে সন্ধ্যা থেকে অনেক জায়গায় খোঁজার পরে ইটভাটার পেছনের একটি গর্ত থেকে শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবারের দাবি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শান্তর বাবা আইজেল হোসেন বলেন, ‘ইটভাটায় কাজ করা কয়েকজন শ্রমিক আমার ছেলেকে বিভিন্ন সময়ে হুমকি দিত যে মেরে ফেলবে। তারা আজ আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এই হত্যার বিচার চাই।’
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিসুজ্জামান বলেন, ইটভাটার ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা এখনই নিশ্চিত নয়। পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।