Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

দৌলতপুরে প্রতিবেশীদের হামলায় ২ ভাই নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে প্রতিবেশীদের হামলায় ২ ভাই নিহত
প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ বুধবার বিকেলে উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হামিদ গাইন (৪৮) ও নজরুল গাইন (৫৫)। তাঁরা ওই এলাকার মৃত রমজান গাইনের ছেলে। গুরুতর আহত ব্যক্তিরা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত নজরুল ও হামিদ মণ্ডলের ভাতিজা সুজন ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা হামলা করেছে, তাদের সঙ্গে আমাদের বংশগত বিরোধ রয়েছে। আমরা আওয়ামী লীগ সমর্থন করি, আর প্রতিপক্ষের লোকজন বিএনপি করে। তবে দলীয় কোনো কোন্দলের জেরে এই হামলা হয়নি।’

সুজন ইসলাম বলেন, আজ বুধবার বিকেলে বাজারের একটি দোকানে চা খাচ্ছিলেন ৮-১০ জন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তারা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা