Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে আগামীকাল

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে আগামীকাল

যশোরের অভয়নগরে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনা টিকা প্রদান করা হবে। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন টিকা প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। টিকা গ্রহণের জন্য পরীক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরমের দুই কপি ও টিকা রেজিস্ট্রেশনের দুই কপি ফটোকপি সঙ্গে আনতে হবে। 

জানা যায়, করোনা প্রদানের প্রথম দিনে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৯১ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। সকাল সাড়ে ৮টায় পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ের ১৬৩ জন, সকাল ১০টায় ভৈরব আদর্শ কলেজের ১৬৮ জন, বেলা সাড়ে ১১টায় গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজের ১৩৪ জন, দুপুর ১২টায় ভবদহ মহাবিদ্যালয়ের ১৬৯ জন ও শ্রীধরপুর ইউনিয়ন কলেজের ২৮ জন, দুপুর ২টায় শেখ আব্দুল ওহাব মডেল কলেজের ২১১ জন, দুপুর ২টা ৩০ মিনিটে সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজের ৬৮ জন ও মহাকাল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৯২ জনকে টিকা দেওয়া হবে। একই সময় ধোপাদী এস এস কলেজের ৪০ জন ও আকিজ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১৮ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। 

দ্বিতীয় দিনে উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩৫৫ জন পরীক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হবে। সকাল সাড়ে ৮টায় পায়রাহাট ইউনাইটেড কলেজের ২৪৩ জন, সকাল ১০টায় নওয়াপাড়া মহিলা কলেজের ১৪২ জন, বেলা ১১টায় নওয়াপাড়া মডেল ডিগ্রী কলেজের ৪৪০ জন এবং দুপুর ১টা ৩০ মিনিট থেকে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৫৩০ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, `সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার শুধু এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীরা টিকা নিতে পারবে। নির্ধারিত সময়ের আগে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিত হয়ে টিকা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।'

ঈদের ছুটিতে পদ্মার পাড়-চরে হাজারো মানুষের ভিড়

ঝিনাইদহে বাঁওড়ে হামলা, মাছের খাবারের গুদাম ও নৌকায় আগুন

যশোরে ঈদ মেলায় ফুচকা খেয়ে শিশুসহ ৫০ জন অসুস্থ

বেড়িবাঁধে ভাঙন: ৩০ ঘণ্টায়ও মেরামত সম্ভব হয়নি, দুর্ভোগে হাজারো মানুষ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঈদের রাতে বাজি ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, যুবক নিহত

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনাসদস্য নিহত

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রাম প্লাবিত

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কিশোরের

ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল