Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

অভয়নগরে টেক্সটাইল মিলের মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে টেক্সটাইল মিলের মেশিনে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগরে সিডল টেক্সটাইল মিলের মেশিনে আটকা পড়ে শ্রমিক আল আমিন গাজীর (২১) মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে।

নিহত আল আমিন অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের ধোপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান। তিনি বলেন, ‘মেশিনে আটকা পড়ে নিহত হওয়া শ্রমিকের মরদেহ আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শী শ্রমিক তরিকুল ইসলাম জানান, গতকাল মধ্যরাতে দুটি ফিনিশার কার্ড মেশিনে মেরামতের কাজ করছিলেন তিনি। আজ ভোরের দিকে চলমান একটি ফিনিশার কার্ড মেশিনে বিকট শব্দ হয়। এ সময় তিনি ওই মেশিনের কাছে গিয়ে দেখেন আল আমিন মেশিনের ভেতরে আটকে পড়েছেন। দ্রুত মেশিন বন্ধ করে আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

সিডল টেক্সটাইল মিলের সিবিএ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

সাতক্ষীরায় গলা কেটে শিশুকে হত্যা, মা আটক

বাসচাপায় মা ও শিশু নিহত, আরেক সন্তানসহ স্বামী হাসপাতালে

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

নৌকার প্রার্থী ঠাঁই পেলেন বিএনপির কমিটিতে

জীবননগর সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিকসহ আটক ২৩

দাবি মেনে নেওয়ায় কুয়েট শিক্ষার্থীদের বিজয় মিছিল

৩ শ্রীলঙ্কানকে জিম্মি করে আড়াই কোটি টাকা মুক্তিপণ আনার চেষ্টা

তদন্ত ছাড়া কুয়েট উপাচার্য ও সহ-উপাচার্যকে অব্যাহতি ন্যায়বিচারের পরাজয়: শিক্ষক সমিতি

আমি বুঝতে পারছি না, আমার অপরাধটা কী: কুয়েট উপ-উপাচার্য

রূপসায় ৭ সহযোগীসহ জুনায়েদ বাহিনীর প্রধান গ্রেপ্তার