Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

যশোর-ঢাকা রুটে ৫ ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

­যশোর প্রতিনিধি

যশোর-ঢাকা রুটে ৫ ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন
যশোর রেলস্টেশন প্ল্যাটফর্মে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

খুলনা থেকে যশোর হয়ে ঢাকা রুটে ৫টি ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় রেলস্টেশন প্ল্যাটফর্মে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাওসার আলীর সভাপতিত্বে মানববন্ধনে সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন বলেন, এ মাসেই পদ্মাসেতু রেল প্রকল্পে ঢাকা-ভাঙ্গা-নড়াইল-খুলনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন হবে। অথচ এ ট্রেন থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তিনটি ট্রেনের বদলে আমরা মাত্র একটি ট্রেন পাব। এই বঞ্চনার বিরুদ্ধে বহুবার কথা বলেও কোনো সুরাহা পাওয়া যায়নি। এ জন্য আমরা বৃহত্তর যশোর এর সর্বস্তরের মানুষ একীভূত হয়ে মোট ৫টি ট্রেন যশোর থেকে ছেড়ে যাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছি।

মানববন্ধনে বক্তারা আরও কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, বেনাপোল থেকে ঢাকায় দুটি ট্রেন, দর্শনা থেকে যশোর হয়ে ঢাকার দুটি ট্রেন ও খুলনা থেকে যশোর ঈশ্বরদী যমুনা সেতু হয়ে অন্তত একটি ট্রেন চলাচল বহাল রাখতে হবে।

ঢাকায় অফিস ধরার মতো সময়ে যশোর জংশন থেকে ট্রেন দিতে হবে। আন্তনগর ট্রেনে সুলভ বগি এবং ফুল, মাছ ও সবজিবাহী বগি যোগ করতে হবে। ট্রেনের ভাড়া সহনীয় পর্যায়ে নামাতে হবে। নিবন্ধনের বাইরেও টিকিট প্রাপ্তি নিশ্চিত করতে হবে এবং সিনিয়র সিটিজেনদের টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার দিতে হবে। জরুরি ভিত্তিতে দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল লাইন স্থাপন করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা ইকবাল কবির জাহিদ, জিল্লুর রহমান ভিটু, হাসিনুর রহমান, মাহবুবুর রহমান মজনু, অ্যাড. আমিনুর রহমান হিরু, হাবিবুর রহমান মিলন প্রমুখ।

কুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

খুলনায় মাদক মামলায় একজনের কারাদণ্ড

ক্যাম্পাসে ফিরলেন কুয়েট উপাচার্য, বাসভবনে আবারও তালা দেওয়ার চেষ্টা

জিয়ারত করতে গিয়ে দেখা যায় কবরে লাশ নেই, পাশের কবরও খোঁড়া

ইবির শিক্ষার্থীবাহী বাস উল্টে ধানখেতে, আহত ২৫

ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব

নানা সংকটে জর্জরিত মুরগি উন্নয়ন খামার

ফুটবলার থেকে চরমপন্থী নেতা