খুলনা প্রতিনিধি
ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের পর থেকে সব হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
শাহেদুজ্জামান শেখ জানান, কুয়েটের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।
এদিকে, কুয়েট শিক্ষকদের প্রতিবাদের মুখে আজ দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ। এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে তাঁর বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তাঁর বাসভবনে বৈঠক করছিলেন। দুপুর ১২টার দিকে ১৮-২০ জন শিক্ষার্থী ভবনের সামনে এসে ভেতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন। পরে শিক্ষকেরা বেরিয়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। এ সময় প্রায় আধা ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকেরা। তখন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় চার সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। আজ ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়। কমিটির সভাপতি এবং কুয়েটের কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়।
১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেন। পরে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ, উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীকাল বুধবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ের পর থেকে সব হল ও শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
শাহেদুজ্জামান শেখ জানান, কুয়েটের সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব একাডেমিক কার্যক্রমও বন্ধ থাকবে।
এদিকে, কুয়েট শিক্ষকদের প্রতিবাদের মুখে আজ দুপুর ১২টার দিকে উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে গেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাছুদ। এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে তাঁর বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টার দিকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে তাঁর বাসভবনে বৈঠক করছিলেন। দুপুর ১২টার দিকে ১৮-২০ জন শিক্ষার্থী ভবনের সামনে এসে ভেতরে কেউ থাকলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে আসতে মাইকে ঘোষণা দেন। পরে শিক্ষকেরা বেরিয়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান। এ সময় প্রায় আধা ঘণ্টা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকেরা। তখন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা না দিয়ে ফিরে যান।
এদিকে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা তদন্তে ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৯৮তম (জরুরি) সিন্ডিকেট সভায় চার সদস্যের কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। আজ ছিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কমিটিকে আরও সাত দিন সময় দেওয়া হয়। কমিটির সভাপতি এবং কুয়েটের কম্পিউটার সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বৃদ্ধি করা হয়।
১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের লিফলেট বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেন। পরে উপাচার্যের পদত্যাগসহ ছয় দফার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছিল।
বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ মাস্টারের নেতৃত্বে রাতের আঁধারে আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিন যুগেরও বেশি সময় থাকা একটি দোকানকে সরিয়ে রাস্তায় ফেলে রেখে আরও একটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে ওই বিএনপি নেতার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগেবরিশাল নগরের শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য ৯ বছর আগে উদ্বোধন হয় গ্রিন সিটি পার্ক। ঐতিহাসিক বেলস পার্কের পাশে এ পার্কটি চালুর পর থেকেই আট বছর পর্যন্ত সব শিশুর জন্য ছিল উন্মুক্ত। কিন্তু ঈদুল ফিতরের দিন থেকে দুই বছর বয়সীদেরও পার্কে প্রবেশের জন্য গুনতে হচ্ছে ১০ টাকা।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় প্রকল্প বে টার্মিনাল নির্মাণের কাজ নতুন করে গতি পাচ্ছে। ব্রেকওয়াটার, নেভিগেশন অ্যাকসেস চ্যানেল তৈরি এবং রেল ও সড়ক সংযোগসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের মতো বড় তিনটি কাজকে একটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগেভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে জমির বিরোধকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন হত্যার ঘটনায় বুধবার (২ এপ্রিল) সকালে মামলা করা হয়েছে। নিহত জামাল উদ্দিনের ছেলে লিটন বাদী হয়ে ২১ জনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় এ মামলা করেন। এদিকে বিএনপি নেতা হত্যার ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার...
৭ ঘণ্টা আগে