Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

৯০ টন সুস্বাদু হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

৯০ টন সুস্বাদু হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু

আগামীকাল বৃহস্পতিবার থেকে ইউরোপের দেশগুলোতে আনুষ্ঠানিকভাবে রপ্তানি শুরু হবে সাতক্ষীরা কলারোয়ার মৌসুমি আম হিমসাগর। আজ বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়ন ইলিশপুর গ্রামের আম চাষি কবিরুল ইসলাম ডবলুর আম বাগান থেকে নিজ হাতে বিষমুক্ত হিমসাগর আম পেড়ে বায়ার কোম্পানির মাধ্যমে ইউরোপে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির। 

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, ‘এ বছর কলারোয়া উপজেলা থেকে ৯০ টন আম রপ্তানি করা হবে। পরে গোবিন্দভোগ, ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার নির্দিষ্ট সময়ের পড়ে বিক্রি করা হবে।’

কর্মকর্তা আরও বলেন, ‘উপজেলার ৬২৫ হেক্টর জমিতে প্রায় ২৪৮ জনের মতো চাষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে বিষমুক্ত আম চাষ করেছেন। এ উপজেলার চাষিরা অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে আম উৎপাদন করে ফরমালিন ছাড়াই বাজারজাত করে। যে কারণে প্রতিবছর দেশের গণ্ডি পেড়িয়ে ইউরোপ ও এশিয়া মহাদেশে ন্যায্য মূল্যে আম বিক্রি করে চাষিরা লাভবান হয়। গত বছর ৩ হাজার ২০০ টাকা প্রতি মণ দরে ৮৫ টন হিমসাগর আম উত্তরণ সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ব্যবস্থাপনায় ইউরোপে রপ্তানি করা হয়েছিল।

এ বছর আবহাওয়া অনুকূলে না থাকায় প্রতিটি বাগানের আমের মুকুল ৫০ শতাংশ ঝরে পড়েছে। এ ক্ষেত্রে আমের উৎপাদন হ্রাস পেয়েছে চাষিরাও অনেকটা ক্ষতির মুখে। চাষিরা ন্যায্যমূল্যে আম বিক্রি করতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এ বছর হিমসাগর আম বিদেশে রপ্তানির জন্য ৩ হাজার ২০০ টাকা থেকে ৩ হাজার ৭০০ টাকা প্রতি মন দরে বায়ার কোম্পানির মাধ্যমে বিক্রি করতে পারবে।’ 

২৬ বছরেও বিচার মেলেনি

ইবিতে বঙ্গবন্ধুর নামে স্বাধীনতাবিরোধী শাহ আজিজুর রহমানের নামে হল, তীব্র সমালোচনা

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর