Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

‘ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন করবো, প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রার্থিতা আনব’

খুলনা প্রতিনিধি

‘ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচন করবো, প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রার্থিতা আনব’

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আমিই প্রথম তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হয়ে বিজয়ী হয়েছি। বিজয়ী হয়ে খুবই ভালো লাগছে। আমি আমাদের অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা করব। আর সবসময়ই গরীব-দুঃখী ও বঞ্চিত লোকদের পাশে থাকব। ভবিষ্যতে আমি ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমি প্রার্থীতা নিয়ে আসবো। তিনি আমাকে প্রার্থী করবেন সেই আশা রয়েছে।  এমনটাই বলছিলেন খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়নে নারী সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি (৪৩)। 

বৃহস্পতিবার  দ্বিতীয় ধাপে নির্বাচনে  তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীক নিয়ে বিজয়ী হন। 

তিনি চারজন মহিলা প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাইক প্রতীকে নিয়ে ২ হাজার ৭৪০ ভোটে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি লাইলা বেগম পেয়েছেন ১ হাজার ৭১৪ ভোট। 

ডুমুরিয়ার ৬ নং বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা শাহিদা বিবি বলেন, মানুষের ভালোবাসা আমাকে প্রার্থী হতে অনুপ্রাণিত করেছে। আগে থেকেই মানুষের জন্য কাজ করতাম। ইউপি চেয়ারম্যান ও সদস্যরা সেইভাবে কাজ করেনি। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। জনগনের পাশে দাড়ানোর জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষের অফুরন্ত ভালোবাসায় বিপুল ভোটে আমি নির্বাচিত হয়েছি। এখন জনগনের জন্য কিছু করতে চাই। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। 

শাহিদা বলেন, সমাজে আমরা অবহেলিত হওয়া সত্ত্বেও জনগণ আমাকে নির্বাচিত করে সমাজে একটি স্থান দিয়েছে। তাই এলাকার সকল ভোটারদের কাছে আমি ঋণী। একই সাথে ভোটের দিন বিভিন্ন এলাকা থেকে ৭-৮ জন হিজড়া এসে আমার জন্য অনেক কষ্ট করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সকলের সহযোগিতায় জনগনের পাশে থেকে কাজ করে যাবো।

তৃতীয় লিঙ্গের ভোটার মুক্তা মনি বলেন, শাহিদা বিবি নির্বাচিত হওয়ায় আনন্দ লাগছে। তাঁর বিজয়ে আমরা খুশি। এর আগে সাতক্ষীরায় আমাদের একজন ইউপি সদস্য নির্বাচিত হয়। আর খুলনায় প্রথম শাহিদা বিবি ইউপি সদস্য নির্বাচিত হলেন। এটা আমাদের জন্য গর্বের।

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে