Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষা সমিতির সর্বাত্মক কর্মবিরতি 

ক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন সরকারি কলেজের শিক্ষকেরা।

বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে বিভিন্ন সরকারি কলেজে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে আজ দুপুরে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি অধ্যক্ষ বাসুদেব বসু বলেন, ‘ক্যাডার বৈষম্য নিরসন, পদ সৃজন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে অতীতের কর্মসূচিগুলো আমরা যথাযথ পালন করেছি। কিন্তু সমস্যা সমাধানে সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতি পালন করছি। তিন দিনের কর্মসূচি আগামী কাল শেষ হবে।’

বিসিএস সাধারণ শিক্ষা সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অলিউর রহমান বলেন, ‘কর্মসূচি মানা না হলে আমাদের আন্দোলন আরও বিস্তৃত হবে। তাই আমরা আশা করি, সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে।’

প্রসঙ্গত কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বেশ কয়েক দফা দাবিতে ২ অক্টোবর কর্মবিরতি পালন করেছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা। দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি পালন করছেন তাঁরা।

বাগেরহাটে কারাবন্দী সাবেক উপজেলা চেয়ারম্যানের কাছে মিলল ইয়াবা

যশোরে টিসিবির পণ্যের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

কেশবপুরে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার

খুলনায় স্থানীয় সরকার শক্তিশালীকরণে তিন সুপারিশ

সাতক্ষীরার সাবেক ডিসির গ্রেপ্তার দাবি

বালুভর্তি বস্তার নিচে মিলল শিশুর লাশ

বাগেরহাটে রমজানে বেগুনে আগুন, ছোলা-খেজুর-চিনিতে স্বস্তি

খুলনায় মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মা

দুই রোগীর মৃত্যুতে তদন্ত কমিটি, ক্লিনিক সিলগালা