Ajker Patrika

কমিশন বাড়ানোর দাবিতে কুয়েটের দুই প্রকৌশলীকে মারধরের হুমকি ঠিকাদার বিএনপি নেতার

খুলনা প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদার ও খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দুই প্রকৌশলী জীবনের নিরাপত্তা চেয়ে উপাচার্য (ভিসি) বরাবর লিখিতভাবে জানিয়েছেন।

হুমকি পাওয়া দুই প্রকৌশলী হলেন কুয়েটের প্রধান প্রকৌশলীর কর্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত এবং মো. গোলাম কিবরিয়া।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজে নিয়োজিত ঠিকাদার, খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ কমিশন বাড়ানোর দাবিতে ওই দুই প্রকৌশলীকে হুমকি দেন।

নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, গতকাল রোববার বেলা তিনটার দিকে প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ঠিকাদার বিএনপির ওই নেতা। নিষেধ করলে তাঁকে মারধরসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও পরপর তিনবার ফোন করে একই কায়দায় গালিগালাজ এবং মারধর করার হুমকি দেন।

লিখিত অভিযোগে ওই দুই প্রকৌশলী উল্লেখ করেন, ১৩ নম্বর ভবনের ওই কাজের রেট প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি এবং ১০ শতাংশ প্রফিট যুক্ত করে দর নির্ধারণ করা হয়। মোল্লা সোহাগের বক্তব্য, ১০ শতাংশ প্রফিট কেন যুক্ত করে দর নির্ধারণ করা হলো, তাঁকে আরও বেশি শতাংশ ধরে প্রফিট দিতে হবে। এ কথা বলার পর তাঁকে অফিসে যেগাযোগ করতে বললে মোবাইলে তাঁদের দুজনকে হুমকি দেন তিনি।

এদিকে আজ সন্ধ্যায় কুয়েট-সংলগ্ন ফুলবাড়ী গেট এলাকায় ঠিকাদার মোল্লা সোহাগের বাড়িতে গিয়ে কয়েকজন যুবক তাঁকে মারধর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর থেকে মোল্লা সোহাগের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। তাই প্রকৌশলীদের হুমকি দেওয়ার বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত