Ajker Patrika
হোম > সারা দেশ > খুলনা

রাজাপুরে দিঘির লিজ বহালের দাবিতে মামলা, মাছ শিকার বন্ধ করল পুলিশ 

ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুরে দিঘির লিজ বহালের দাবিতে মামলা, মাছ শিকার বন্ধ করল পুলিশ 

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের দিঘিতে চাষ করা মাছ শিকার বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে পুলিশ অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে মাছ শিকার বন্ধ করে দেয়। 

অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের ওই দিঘি লিজ নিয়ে মাছ চাষ করেন স্থানীয় মজিবর রহমান। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের প্রয়োজনে লিজ বাতিল করে। এতে লিজ গ্রহীতা মজিবর রহমান বাদী হয়ে অ্যাডহক কমিটির সভাপতি মহিদুল ইসলামসহ ৮ জনকে বিবাদী করে ঝালকাঠি আদালতে লিজ বহাল রাখার দাবিতে গত বছরের ১৭ অক্টোবর মামলা করে। পরে ১৪ নভেম্বর আদালত উভয় পক্ষের প্রতি স্থিতাবস্থা জারি করে। কিন্তু আদালতের সেই আদেশ উপেক্ষা করে বাদীপক্ষ আজ মাছ শিকার শুরু করলে মামলার বিবাদী মহিদুল ইসলাম ও সাইদুর রহমান পুলিশে খবর দেয়। 

এ বিষয়ে মামলার বাদী মজিবর রহমানের ছেলে তানভীর রহমান বলেন, আদালতে মাছ শিকারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। দিঘির মাছ আমাদের চাষকৃত। এখনো রক্ষণাবেক্ষণসহ সবই আমরা করছি। তা ছাড়া লিজের মেয়াদ শেষ হয়নি এবং জামানতও ফেরত দেয়নি স্কুল কর্তৃপক্ষ। 

রাজাপুর থানার এসআই বিপুল বলেন, আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় মাছ শিকার বন্ধ করে দেওয়া হয়েছে। আদালতের পরবর্তী রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি: বিএনপি নেতা সোহাগকে সাময়িক অব্যাহতি, তদন্ত কমিটি

ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পেটালেন শিক্ষক

গোয়ালের তালা ভেঙে বিধবা নারীর ৬ গরু চুরি

এক দিনে শেষ হবে লালন স্মরণোৎসব, থাকছে না মেলা

ইবিতে শেখ পরিবারের নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন

কুষ্টিয়া সীমান্তে অনুপ্রবেশে আটক ২ ভারতীয়কে ফেরত দিল বিজিবি

ইবিতে নিয়োগ নিয়ে হট্টগোলের পর পদত্যাগ করলেন পরিবহন প্রশাসক

প্রথম নারী এসপি পেল যশোর

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা

কর্মী সংকটে মহিষ রুগ্‌ন হচ্ছে প্রজনন খামারে